চিফ রিপোর্টার
বরিশালের বাকেরগঞ্জে ২০২২-২৩ অর্থ বছরে মৎস্য অধিদপ্তরের দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প এর আওতায় নিবন্ধিত জেলেদের মাঝে বিকল্প আয় বর্ধনমুলক উপকরন (স্ত্রী ছাগল ) বিতরন অনুষ্ঠান অদ্য ১৭ এপ্রিল সোমবার অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা(অতিরিক্ত দায়িত্ব ) আবুজর মোঃ ইজাজুল হক এর সভাপতিত্বে ও উপজেলা মৎস কর্মকর্তা নাসির উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শামসুল আলম চুন্নু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, মহিলা ভাইস চেয়ারম্যান তহমিনা বেগম মিনু উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনির হোসেন ডাকুয়া, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোজাম্মেল হোসেন,মৎস্য অধিদপ্তরের কাওসার আহমেদ, সহ উপজেলা মৎস্য দপ্তরের সকল কর্মকর্তা কর্মচারী ও সাংবাদিক নেতৃবৃন্দ ও স্থানীয় বিপুল সংখ্যক গন্যমান্য সাধারণ মানুষ উপস্থিত ছিলেন । এ সময় লটারির মাধ্যমে ২০ জন মৎস্য জিবিকে ৪০টি ছাগল ও ছাগল পালার খোয়ার প্রদান করা হয়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তা নাসির উদ্দিন সংবাদমাধ্যমকে জানান বাকেরগঞ্জ উপজেলার অসচ্ছল জেলেদের মাঝে মৎস্য অধিদপ্তরের মাধ্যমে সরকারিভাবে প্রণোদনা দেওয়া হবে। এবং আমাদের এই প্রণোদনা কার্যক্রম চলমান থাকবে।