বৃহস্পতিবার, ২৯ জুন ২০২৩, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
জাতীয় সাংবাদিক সংস্থার মাদারীপুর জেলা কমিটি গঠন শশীভুশনে পৈত্রিক সম্পত্তি জোর করে দখলের পায়তার শিরোনামের প্রতিবাদ ও ব্যাখ্যা।। মাদারীপুরে তিতু মুন্সির সন্ত্রাসী বাহিনী নিয়ে সাংবাদিকের উপর হামলা!থানায় অভিযোগ  মাদারীপুরে চারতলা নতুন ভবনের এক তলা শুভ উদ্বোধন ভূমি অফিস কতৃক আয়োজিত ভূমিসেবা সপ্তাহের শুভ উদ্বোধন। সভাপতি শামীম, সম্পাদক রনি বিক্রমপুর টঙ্গীবাড়ী প্রেসক্লাবের কমিটি গঠন মহেশখালীতে শানে সাহাবা খতীব কাউন্সিলের আহবায়ক কমিটি গঠন; রাহমত উল্লাহ আহবায়ক, আজিজুর রহমান সদস্য সচিব নুরুল করিম নির্বাচন সামনে রেখে নাশকতার চেষ্টা করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’–শাজাহান খান গলাচিপায় পুকুরে চাষকৃত মাছ ধরার অভিযোগ দৈনিক ভোরের অঙ্গীকার অনলাইন নিউজ পোটাল উদ্বোধন

বানারীপাড়ায় বিয়ে করে স্বামীর লাপাত্ত্বায় নববধুর আত্নহত্যার চেষ্টা।

বরিশাল প্রতিনিধি// বরিশালের বানারীপাড়ায় বিদেশ থেকে ফিরে বিয়ে করেই স্বামীর লাপাত্ত্বায় নববধুর আত্নহত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। দীর্ঘ পাঁচ বছর সম্পর্কের পর প্রেম প্রনয়ে পরিনত করে ঐ দিন নব বধূর কাছ থেকে বিদায় নিয়ে নিজ বাড়ি যাওয়ার পর থেকে লাপাত্ত্বা রয়েছে স্বামী। উপজেলার সলিয়া বাকপুর ইউনিয়নের শাখারিয়া গ্রামের মোঃ কুদ্দুস খানের প্রবাস ফেরত ছেলে আলাউদ্দিন গত ১৪ জুলাই বানারীপাড়া পৌর সভার ০৮ নং ওয়ার্ডের মোঃ দুলাল খান’র মেয়ে সুর্বনাকে কাজির মাধ্যমে রেজিস্ট্রি বিয়ে করে। দীর্ঘ ৫ বছর সম্পর্কের পর তাদের বিয়ে হয়। বিয়ের পর নববধূ নতুন স্বপ্ন দেখে। কিন্তু সূর্বনার স্বপ্ন দৃঃস্বপ্নে পরিনত হয়েছে তার শ্বশুর বাড়ির লোকদের কারনে। কান্না জনিত কন্ঠে সূর্বনা বার বার মুর্ছা যাচ্ছে আর বলছে আমার স্বামীকে এনে দিন। আমার স্বামীকে আমার শ্বশুর বাড়ির লোকজন আটকে রেখেছে। দীর্ঘ ০৫ বছর আলাউদ্দিন সূবর্নাকে বানারীপাড়া পৌর শহরে একটি বাসা ভাড়া করে রেখেছে। বিদেশ থেকে ঘর মালিকের সাথে স্ত্রী পরিচয় দিয়ে ঘর ভাড়া করে দেয়। সূবর্নার পরিবার সুবর্নাকে বার বার অন্যত্র বিয়ে দিতে চাচ্ছিল কিন্তু আলাউদ্দিন মালয়েশিয়া থেকে নিজেকে শেষ করে দেয়ার হুমকি সহ অনেক বার হাট কেটে মানষিক ব্লাকমেইলিং করেছে সুবর্নাকে। ব্লাকমেইলিং এর পাশাপাশি সম্পর্কের টানে সরলমনা সুবর্না অন্যত্র বিয়ে করে নি। বিদেশ থেকে এসেই আলাউদ্দিন ছুটে আসে সুবর্নার কাছে। কয়েকদিন আসার পর ই তারা কাজির মাধ্যমে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়। বিয়ের দিন সুবর্নাকে সময় দিয়ে শ্বাশুরির কাছ থেকে বিদায় নিয়ে তার বন্ধুর সাথে চলে যায় নিজ বাড়ি শাখারিয়ায়। যাওয়া থেকে অদ্যবধি স্ত্রীর কোন খোজ খবর নিচ্ছে না স্বামী আলাউদ্দিন। স্বামীর সাথে যোগাযোগের চেষ্টা করে ও যখন কোন সংবাদ পাচ্ছে না তখন পুরোপুরি ভেঙ্গে পরে সুর্বনা। স্বামী আলাইদ্দিনের মোবাইলে বার বার কল দিয়ে না পেয়ে আত্নহত্যার চেষ্টা করে সুর্বনা। বর্তমানে দিক বিদিক শূর্ন্য স্ত্রী সুবর্না যেকোন দূর্ঘটনা ঘটাতে পারে।



ফেসবুক
ব্রেকিং নিউজ