মিঠুন পাল,।পটুয়াখালীর গলাচিপায় সমাজকল্যান মন্ত্রানালয়াধীন সমাজসেবা অধিদপ্তর
কর্তৃক বিভিন্ন জটিল রোগে আক্রান্তদের মাঝে চেক বিতরণ, প্রধানমন্ত্রী ঘোষিত ভূমিহীন-গৃহহীন (ক-শ্রেণী) পরিবারের শতভাগ পূনর্বাসন নিশ্চিত করা ও সরকারি যাকাত তহবিলে যাকাত সংগ্রহ করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত
হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরূমে উপজেলা নির্বাহী কর্মকর্তা
আশিষ কুমার এর সঞ্চালনায় জেলা প্রশাসক মো. কামাল হোসেন এর সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহ। সভায় আরও উপস্থিত ছিলেন গলাচিপা সমাজ কল্যাণ কর্মকর্রতা মো: অলিউল ইসলাম সহ বিভিন্ন সরকারি-বে-সরকারি কর্মকর্তা, প্রেস ক্লাব এর সভাপতি মু.খালিদ হোসেন মিল্টন সহ বিভিন্ন সংবাদ কর্মীবৃন্দ সহ উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, বিভিন্ন ইউপি চেয়ারম্যান বৃন্দ ও ব্যবসায়ী নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন। এ সময় ক্যানসার, কিডনী, লিভার সিরোসিস, ষ্টোকের কারনে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যলাসেমিয়া রোগে আক্রান্ত ৭ জন রোগীদের মাঝে এককালীন ৫০ হাজার টাকার চেক বিতরণ, ভূমিহীন-গৃহহীনদের মাঝে শতভাগ ঘর ও সরকারি যাকাত তহবিলে যাকাত প্রদানের লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়।