বিরামপুরে নারীর লাশ উদ্ধার বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুরে সড়ক দূর্ঘটনায় ভানু (৫০) নামের এক নারী নিহত হয়েছেন। নিহত ভানু উপজেলার দিওড় ইউনিয়ের বড় গোপালপুর গ্রামের আব্দুল জলিলের স্ত্রী। মঙ্গলবার (৭ জুন) ভোর রাত সাড়ে ৩ টার দিকে উপজেলার আঞ্চলিক দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের দিওড় ইউনিয়নের বিজুল বাজার এলাকায় মমতাজ ফিলিং স্টেশন নামক স্থান এই দূর্ঘটনা ঘটে। বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন। জাতীয় জুরুরী সেবা ৯৯৯ ও স্থানীয়দের বরাদ দিয়ে বিরামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশিদ মামুন বলেন, মঙ্গলবার ভোরে অজ্ঞাত এক মোটরযানের ধাক্কায় গুরুত্বর আহত ভানু নামে এক নারী রাস্তায় পড়ে আছে, এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই নারীকে উদ্ধার করে, বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভানুকে মৃত্যু ঘোষণা করেন। তিনি আরো বলেন,নিহত ভানু মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং গত চার দিন আগে থেকে বাড়ি বেরিয়ে ছিলেন। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধারনা করা হচ্ছে অজ্ঞাত কোন মোটরযান ওই নারীকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। নিহতের মরদেহ সুরতহাল রিপোট প্রস্তুত করা হয়েছে। কোন অভিযোগ না থাকায় পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :