শুক্রবার, ৩০ জুন ২০২৩, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম:
জাতীয় সাংবাদিক সংস্থার মাদারীপুর জেলা কমিটি গঠন শশীভুশনে পৈত্রিক সম্পত্তি জোর করে দখলের পায়তার শিরোনামের প্রতিবাদ ও ব্যাখ্যা।। মাদারীপুরে তিতু মুন্সির সন্ত্রাসী বাহিনী নিয়ে সাংবাদিকের উপর হামলা!থানায় অভিযোগ  মাদারীপুরে চারতলা নতুন ভবনের এক তলা শুভ উদ্বোধন ভূমি অফিস কতৃক আয়োজিত ভূমিসেবা সপ্তাহের শুভ উদ্বোধন। সভাপতি শামীম, সম্পাদক রনি বিক্রমপুর টঙ্গীবাড়ী প্রেসক্লাবের কমিটি গঠন মহেশখালীতে শানে সাহাবা খতীব কাউন্সিলের আহবায়ক কমিটি গঠন; রাহমত উল্লাহ আহবায়ক, আজিজুর রহমান সদস্য সচিব নুরুল করিম নির্বাচন সামনে রেখে নাশকতার চেষ্টা করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’–শাজাহান খান গলাচিপায় পুকুরে চাষকৃত মাছ ধরার অভিযোগ দৈনিক ভোরের অঙ্গীকার অনলাইন নিউজ পোটাল উদ্বোধন

ভোলা চরফ্যাশনে পথ দিয়ে হাটাকে কেন্দ্র করে দু’গুপে সংঘর্ষ আহত -৪ নীল কমল ইউনিয়ন পরিষদে অভিযোগ।।

অনুসন্ধা প্রতিবেদক মুরাদ শিকদার ।। ভোলা চরফ্যাশন উপজেলাধীন নীল কমল ইউনিয়ন চর নুরুল আমিন ৯ নং ওয়ার্ডের মুনাফ রাড়ীর ছেলে জাহাঙ্গীর রাড়ী গংদের উপর হামলা করেন প্রতিপক্ষ আলমগীর রাড়ী গংরা ঘটনা টি ঘটে গত বৃহস্পতিবার সকাল ১১ টায় জাহাঙ্গীর রাড়ীর বাড়ীর দরজার উপরে। জাহাঙ্গীর রাড়ী জানান আমরা তিন ভাই একই বাড়ীতে বসবাস করি, গত বৃহস্পতিবার সকাল ১১ টায় আমি আমাদের বাড়ীর দরজায় গেলে, প্রতিপক্ষ আমার ভাই আলমগীর রাড়ী (৫০) তার ছেলে সুমন(৩০) শামিম (২৫) শাহিন (২০) সহ আমার উপর ও আমার স্ত্রী রানু বিবি (৪০)নাতী মারিয়া (৫) ছেলে সোহেল (৩০) শাকিল (১৫) পিটিয়ে গুরুতর আহত করেন প্রতিপক্ষরা।আহত অবস্থায় আমাদের কে চরফ্যাশন উপজেলা সাস্হ কমপ্লেক্সে ভর্তি করেছে। জাহাঙ্গীর রাড়ী জানান আমি সহজ সরল আমার ভাই আলমগীর রাড়ী প্রাই আমাদের কে মারধর করেন,আমি নীল কমল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান আলমগীর হোসেন হাওলাদার কে এবিষয়েটি জানিয়েছি চেয়ারম্যান কয়েক বার মিমাংসার চেষ্টা করেন। আমার ভাই আলমগীর রাড়ী আসেনি গত বৃহস্পতিবারের ঘটনায় আমি দুলার হাট থানায় অভিযোগ দায়ের করি, তারপর উল্টো আমার ভাই আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেন। তারপর ও থানায় বসার চেষ্টা করেছি কিন্তু আমার ভাই আলমগীর রাড়ী গংরা বসতে চায়না। জাহাঙ্গীর রাড়ী আরও জানান আমি বিচার পাওয়ার জন্য এখন নীল কমল ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান বরাবরে একটি দরখাস্ত দেই। জাহাঙ্গীর রাড়ীর ছেলে সোহেল (৩০) জানান আমার চাচা ও চাচাতো ভাইরা আমাদের কে এই জমি নিয়ে অনেক বার মারধর করেন আমরা এদের বিচার চাই। নীল কমল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন হাওলাদার বলেন বিষয়টি আমি শুনেছি মারামারির পরে জাহাঙ্গীর রাড়ী আমাকে জানিয়েছে আমি বলেছি থানায় অভিযোগ করো। তারপর আমার পরিষদে একটি অভিযোগ করেছে, আমি রোববার নোটিস করবো তারপর বিষয় টি জেনে শুনে বিচার করে দিব। দুলার হাট থানার অফিসার্স ইনচার্জ মুরাদ হোসেন বলেন আমার কাছে দু’পক্ষই অভিযোগ করেছে, আমি বিষয় টি তদন্ত করে দেখবো।



ফেসবুক
ব্রেকিং নিউজ