ময়মনসিংহের ব্রাহ্মপুত্র নদ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার।


admin প্রকাশের সময় : এপ্রিল ১৬, ২০২৩, ১১:১৬ অপরাহ্ন / ০ Views
ময়মনসিংহের ব্রাহ্মপুত্র নদ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার।

ময়মনসিংহ

ময়মনসিংহের গৌরীপুরে ব্রহ্মপুত্র নদ থেকে শরাফ উদ্দিন (৫৫) নামে এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকালে উপজেলার ভাংনামারী ইউনিয়নের খোদাবক্সপুর গ্রামে ব্রহ্মপুত্র নদ থেকে মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শরাফ উদ্দিনের বাড়ি ময়মনসিংহের ফুলপুরের চরবাহাদুরপুর চুক্কিবাড়ি গ্রামে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। সপ্তাহ খানেক আগে তিনি বাড়ি থেকে নিখোঁজ হন। শনিবার (১৫ এপ্রিল) বিকালে  গৌরীপুরের ভাংনামারী ইউনিয়নের খোদাবক্সপুর গ্রামে ব্রহ্মপুত্র নদে অজ্ঞাত ব্যক্তির  মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা ৯৯৯ ফোন করে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধারের পর ফেসবুকে ছবি দিলে তার ভাতিজা হুমায়ূন কবির ও পরিবারের লোকজন গৌরীপুর থানায় এসে  শরাফ উদ্দিনের মরদেহ শনাক্ত করে। গৌরীপুর থানার এসআই কামাল আহমেদ বলেন, শরাফ উদ্দিন মানসিক ভারসাম্যহীন ছিল। তার শরীরের আঘাতের কোন চিহ্ন নেই। মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

ব্রেকিং নিউজ