ময়মনসিংহে স্বেচ্ছাসেবী সংগঠন এপেক্সের উদ্যোগে কলভাগ্যনানদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ।


admin প্রকাশের সময় : এপ্রিল ২, ২০২৩, ৯:০২ অপরাহ্ন /
ময়মনসিংহে স্বেচ্ছাসেবী সংগঠন এপেক্সের উদ্যোগে কলভাগ্যনানদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ।

নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন এপেক্স বাংলাদেশের জেলা-১ এর উদ্যোগে কমভাগ্যবান ব্যক্তিদের মাঝে ইফতার বিতরণ করা হয়। শনিবার বিকালে নগরীর পলিটেকনিক ইনস্টিটিউট মোড়ে এলাকায় ইফতার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন লাইভ গর্ভনর এপেঃ আশরাফুল হক মানিক, এন আই আর ডি এপেঃ রেজাউল করিম মোঃ মাসুদ, জেলা গর্ভনর-১ এপেঃ ডাঃ মোঃ আশিকুর রহমান, এপেক্স ক্লাব অব টাংগাইল এর অতীত সভাপতি এপেঃ আমিনু ইসলাম পারভেজ, এপেক্স ক্লাব অব ময়মনসিংহ এর ফেলোশিপ এন্ড পাবলিক রিলেসন ডাইরেক্টর এপেঃ মোঃ মোসাদ্দেক হোসেন হানিফ, ক্লাবের ফ্লোর মেম্বার এপেঃ ডাঃ হাসিব নুর উদয়, বিশিষ্ট সমাজসেবক ও জেলা আওয়ামী যুবলীগ এর সদস্য মোঃ আসাদুজ্জামান রুমেল, এন আই আর ডি এর কন্যা ঐশি প্রমূখ। এসময় শতাধিক মানুষের হাতে ইফতার তুলে দেওযা হয়।

বিজ্ঞাপন

ব্রেকিং নিউজ