(মহেশখালী) প্রতিনিধি। শানে সাহাবা খতিব কাউন্সিল বাংলাদেশ, মহেশখালী উপজেলা উদ্যোগে ইমাম-খতিব মুয়াজ্জিনদের মত বিনিময় সভা ও উপজেলা আহবায়ক কমিটি গঠন। ২০ শে মে, (শনিবার) সকালে বড় মহেশখালী ইউনিয়নের সিরাজ চেয়ারম্যান সিটি’র মেজবান রেস্টুরেন্টে (২য় তলায়) মাওলানা মকসুদ মিয়া ও মাওলানা হাবিবুল্লাহ যৌথ সঞ্চালনায় এবং শানে সাহাবা খতীব কাউন্সিল বাংলাদেশ, কক্সবাজার জেলার যুগ্ম আহবায়ক এইচ এম মোহাম্মদ মোজাম্মেল হক এর সভাপতিত্বে উপজেলা মতবিনিময় সভা ও কমিটির আহবায়ক গঠন অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন শানে সাহাবা খতীব কাউন্সিল বাংলাদেশ, জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা হারুন কুতুবী, তিনি তার বক্তৃতায় খতীবদের যাবতীয় দিক তুলে ধরে আলোচনা করেছেন এবং শানে সাহাবা খতীব কাউন্সিলের কি প্রয়োজন কেন করবেন তা দীর্ঘ আলোচনার মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন। তিনি বলেন দেশের সকল খতীবরা ঐক্যবদ্ধ হলে কোন বাতিল আর সন্ত্রাসী কোন খতীবদেরকে লাঞ্ছিত, অপদস্ত করতে পারবেনা। একথা বলে তিনি দেশের সকল খতীবদেরকে শানে সাহাবা খতীব কাউন্সিলে যোগদান করে ঐক্যবদ্ধভাবে কাজ করার অনুরোধ জানান। মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন. মাওলানা সাকের উদ্দিন ইউনুছি, মাওলানা শফিউল আলম, মাওলানা আজিজুর রহমান, মাওলানা রহমাতুল্লাহ, মাওলানা কারী হারুনুর রশিদ, মাওলানা ফজলুল হক। বক্তব্যে বলেন, শানে সাহাবা খতীব কাউন্সিল নিছক কোন সংগঠন না বরং এটি দেশের শীর্ষ উলামায়ে কেরামের তত্বাবধানে এবং পৃষ্ঠপোষকতায় পরিচালিত হয়ে আসছে। এবং সাহাবী বিদ্বেষীদের দাঁতভাঙা জবাব এবং প্রতিহত করার জন্য একমাত্র সংগঠন শানে সাহাবা খতীব কাউন্সিল। পরিশেষে দলের যুগ্ম মহাসচিব মাওলানা হারুন কুতুবী সকালের সম্মতিক্রমে মহেশখালী উপজেলা জন্য তিন মাস মেয়াদী ২২ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করে দিয়েছেন। আহবায়ক হিসেবে মাওলানা রাহমত উল্লাহ এবং সদস্য সচিব হিসেবে মাওলানা আজিজুর রহমান নবগঠিত কমিটি সকল খতীবদের কাছে দো’আ কামনা করেছেন।
আপনার মতামত লিখুন :