মাদারীপুরে জনতার হাতে তিন ছিনতাইকারী আটক


admin প্রকাশের সময় : জুন ৬, ২০২২, ৬:২৪ অপরাহ্ন /
মাদারীপুরে জনতার হাতে তিন ছিনতাইকারী আটক
মাদারীপুরে জনতার হাতে তিন ছিনতাইকারী আটক
মাদারীপুরের ডাসার উপজেলায় ধূয়াসার হাইওয়ে দিয়ে  হাসপাতালে যাওয়ার পথে সকাল ৭টার দিকে তিন ছিনতাইকারী মোটরসাইকেলযোগে

লাকী নামে এক গৃহিণীর পথ রোধ করে হাতে থাকা ব্যাগ টান দিয়ে পালানোর সময় স্থানীয় জনতার হাতে আটক হয়। পরে পুলিশে কাছে সোপর্দ করে

তথ্যসূত্র জানা জায়, সোমবার (৬ জুন) সকাল ৭টার দিকে উপজেলার ধূয়াসার হাইওয়ে এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ডাসার উপজেলার পশ্চিম বনগ্রামের বাসিন্দা লালু মাতুব্বরের ছেলে মো. শাওন মাতুব্বর (১৭), মো. সিরাজ শিকদারের ছেলে ফোরকান শিকদার (১৭), শিপন বেপারীর ছেলে মো. ঝলক বেপারী (১৭) নামে তিন ছিনতাইকারী আটক হয়।

ছিনতাইয়ের শিকার গৃহিণী লাকী বেগম জানান,  (সোমবার) সকালে বাড়ি থেকে ফরিদপুর হাসপাতালে  যাওয়ার পথে  তিনজন লোক মোটরসাইকেলে এসে আমার কাছে থেকে আমার ব্যাগ কেড়ে নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

এ সময় আমি ছিনতাইকারী ছিনতাইকারী বলে চিৎকার দিলে আশেপাশে থাকা লোকজন এসে তাদেরকে আটক করে। পরে তাদেরকে স্থানীয় লোকজনের সহায়তায় থানায় সোপর্দ করা হয়।

এ বিষয়ে ডাসার থানার (ওসি) মো. হাসানুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আজ (সোমবার) সকালে থানার ধূয়াসার হাইওয়ে এলাকায় এক নারীর ব্যাগ ছিনতাইকালে তিনজন জনগণের হাতে ধরা পড়ে। পরে আমাদেরকে খবর দিলে আমরা তাদের আটক করে থানায় নিয়ে আসি। এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে বলে জানান।

বিজ্ঞাপন

ব্রেকিং নিউজ