মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে দৈনিক গণমুক্তি পত্রিকার ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ সোমবার সকাল ১১ :০০ টায় র্যালী’র মধ্য দিয়ে অনুষ্ঠানিটি শুরু হয়। র্যালী শেযে মাদারীপুর পৌরসভার সন্মেলন কক্ষে দৈনিক গণমুক্তি’র জেলা প্রতিনিধি মোহাম্মদ মামুন এর সসভাপতিত্বে আলোচনা সডা ও কেক কাটার অনুষ্ঠানে বক্তব্য রাখেন , মাদারীপুর জেলা পরিষদের সদস্য জনাব মহিউদ্দিন খান নাইম, মুক্তিযোদ্ধা জনাব নুরুল হক শরীফ, পৌর কাউসিলর জনাব কাউসার আহমেদ, পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নিয়াজ মোর্শেদ, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ হাওলাদার মাদারীপুর জেলা সাংবাদিক কল্যান সমিতির সভাপতি গোলাম মাওলা আকন, (যুগান্তর ) মাদারীপুর প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক মনির হোসেন বিলাস, (ডিবিসি নিউজ) মৈত্রী মিডিয়া সেন্টারের সাধারণ সম্পাদক আরাফাত হাসান (সকালের সময়)। অতিথিরা বক্তব্যে দৈনিক গণমুক্তি’র সফলতা কামনা করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রতিদিন এর জেলা প্রতিনিধি বেলাল রিজভী,
প্রথম আলো পত্রিকার অজয় কুন্ড, সময় টিভির সঞ্চয় কুমার অভিজিত, চ্যানেল 24 এর সাগর হোসেন তামিম, মাই টিভি ‘র মাসুদ সরদার, মোহনা টেলিভিশনের মোঃ আরিফুর রহমান, বাংলা টিভি এস এম তানবীর, , এশিয়ান টিভি (কালকিনি )ও জেলা প্রতিনিধি প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সাইফুল ইসলাম, একুশে টিভির কালকিনি প্রতিনিধি রাকিবুজ্জামান, মানবজীবন পত্রিকার আহসান লিমন, বিভিন্ন মিডিয়ার সাংবাদিক আজিজ, সময়কালের ডট কম এর সম্পাদক দুর্জয় আব্বাস লিখন, জাহিদ হাসান, আব্বাস, নাসিরউদ্দিন নাহিদ, এমদাদ শেখ, সাদ্দাম হোসেন, শাওন করিম প্রমূখ । উপস্থিত ছিলেন কালকিনি, ডাসার, রাজৈর, শিবচর সহ শতাধিক জেলা উপজেলার সাংবাদিক বৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংবাদ সারাবেলার জেলা প্রতিনিধি মোঃ ইমদাদুল হক মিলন।