মাদারীপুরে পাওনা টাকা চাওয়ায় বাড়িঘরে হামলা-ভাংচুর!
মাদারীপুর প্রতিনিধি:মাদারীপুরের রঘুরামপুরে পূর্ব শত্রুতার জের ধরে ও পাওনা টাকা চাইতে গেলে বসত বাড়িতে হামলা-ভাঙচুর, লুটপাট এবং নারীকে লজ্জাশীলতা হানির ঘটনা ঘটেছে বলে অভিযোগ ওঠেছে।
শনিবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাএী আনুমানিক সাড়ে ৭ টার সময় রঘুরামপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় মাদারীপুর সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাএী আনুমানিক সাড়ে ৭ টার সময় রঘুরামপুর এলাকায় মতাহার আলীর ছেলে ফরহাদ হোসেনের বসত বাড়িতে পূর্ব শত্রুতার জের ধরে ও পাওনা টাকা চাইতে গেলে দা, লোহার রড ও লাঠি সোটা নিয়ে অতর্কিত হামলা ও ভাঙচুরের তান্ডব চালায়।
এ সময় ফরহাদের বাড়িতে ব্যাপক ভাংচুর করে এবং এলোপাতারি পিটিয়ে নীলা-ফুলা জখম করে এবং বসতঘড়ে প্রবেশ করিয়া ওয়ার্ডড্রপের ড্রয়ার ভাঙ্গিয়া ড্রয়ারে থাকা নগদ টাকা নিয়া যায় এবং হাতে থাকা পনের হাজার টাকার একটি স্যামসাং মোবাইল ফোন নিয়ে যায়।
এ সময় ফরহাদের স্ত্রী সুরাইয়া বেগম স্বামীকে বাঁচাতে এগিয়ে আসলে অভিযুক্ত রাসেল সলাকার ও হাবি সলাকার তার পরনের কাপর চোপড় টানিয়া ছিড়িয়া বিভসরো করিয়া লজ্জাশীলতার হানি ঘটাইয়া গলায় থাকা ১ ভরি ওজনের একটি স্বর্নের চেইন নিয়ে যায় যাহার মূল্যে ৮৫ হাজার টাকা এবং হাতে থাকা ২ ভরি ওজনের দুইটি স্বর্নের রুলি নিয়ে যায় যাহার মূল্যে ১ লহ্ম ৭০ হাজার টাকা ।
অনাধিকার তাদের বাড়িতে প্রবেশ করে বসত ঘড়ের দরজা,জানালা,বেড়া কোপাইয়া ভাংচুর করে ১ লহ্ম টাকার ক্ষতি সাধন করেন । তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে দূর্বৃত্তরা চলে যায় ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে যায়। আশপাশের লোকজনের সহযোগিতায় আহত ফরহাদকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করানো হয়। পরে ফরহাদ মাদারীপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করতে গেলে তাদের পাওয়া যায়নি।
মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।