মাদারীপুরে সম্মানহানির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে ইউপি সদস্য মাদারীপুরে সম্মানহানির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে বেলায়েত হোসেন কাজী নামে এক ইউপি সদস্য। বৃহস্পতিবার দুপুরে শহরের কলেজ রোড এলাকার একটি অফিসে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বেলায়েত হোসেন কাজী অভিযোগ করে বলেন, গত ২৯ আগস্ট ইউপি সদস্যের জমি দখলের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশ ও প্রচার হয় বিভিন্ন গণমাধ্যমে। সেখানে উল্লেখ করা হয়, সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য বেলায়েত হোসেন কাজী ভূয়া কাগজপত্রের মাধ্যমে জোর করে বেশ কয়েকজনের জমি দখল করেছে। সেখানে রেখেছেন ইট, বালু ও পাথর। এমনকি সরকারি জায়গা দখল করে সেখানে তুলেছেন স্থায়ী ঘরবাড়িও। কিন্তু আমার বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যাচার করা হয়েছে। আমার বিরোধী পক্ষ বিভিন্ন গণমাধ্যমে ভুল তথ্য দিয়ে সংবাদ প্রচার করেছে। তিনি আরো বলেন, আর এম বি ব্রিকস এর মালিক মস্তফা মাতুব্বরকে ভাটার মধ্যে আমাদের ক্রয় করা ২ একর জমি রয়েছে। আমি আমার জমির ভাড়া চাইতে গেলে ওনি বিভিন্ন সময়ে হুমকি ধামকি দিয়ে আসছে। আমার বিরুদ্ধে যে জমি দখলের অভিযোগ সেগুলোর প্রত্যেকটি জমি আমার টাকার কেনা, তার সাবকবলা দলিল আছে, এছাড়াও মিউটেশন করা। তিনি আমার জমি দখল করার উদ্দেশ্য নিয়েই আমার বিরুদ্ধে ভূল তথ্য দিয়েছেন এতে আমার সম্মানক্ষুণ্ণ হয়েছে। আমি এর বিচার চাই।