ডাসার প্রতিনিধিঃআসন্ন মাদারীপুর জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীগণ প্রচার প্রচারণা চলমান রেখেছেন। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ভোট গ্রহন আগামী ১৭ অক্টোবর সোমবার। এ নির্বাচনকে ঘিরে জেলার ডাসার উপজেলা ৩নং ওয়ার্ডে একাধিক প্রার্থীর নাম শোনা যাচ্ছে। তবে ৩নং ওয়ার্ড ডাসার উপজেলার সকল সদস্য পদ প্রার্থীদের চেয়ে ভোটারদের ব্যতিক্রমী প্রচার প্রচারণায় ও ভোটারদের মৌখিক সমর্থনে এগিয়ে রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক কালকিনি উপজেলার যুবলীগের সাবেক সহ-সভাপতি ও ডাসার ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান সৈয়দ বেলায়েত হোসেন। তার পক্ষে ডাসার উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্যগণ প্রকাশ্যে সৈয়দ বেলায়েত হোসেনের পক্ষে ভোট ও সমর্থন কামনা করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্যগণ জানান, জেলা পরিষদ নির্বাচন কে সামনে রেখে সকল প্রার্থীদের চেয়ে এগিয়ে রয়েছেন সৈয়দ বেলায়েত হোসেন। এর কারণ হিসাবে তারা বলেন, উপজেলার সর্বস্তরের জনপ্রতিনিধিদের বিপদ আপদের বন্ধু সৈয়দ বেলায়েত হোসেন। তিনি দীর্ঘদিন ধরে উপজেলার জনপ্রতিনিধিগণের সাথে সরকারের উন্নয়ন মূলক কাজ বাস্তবায়নে সহযোগীতা করছেন৷ এজন্য জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে একজন হেভিওয়েট প্রার্থী হিসাবে ব্যাপক ভাবে আলোচনায় রয়েছেন তিনি। এ নির্বাচনে তিনি একমাত্র প্রার্থী যিনি সর্বোচ্চ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন উপজেলার জনপ্রতিনিধিগণ।
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সৈয়দ বেলায়েত হোসেন ডাসার উপজেলার বাসিন্দা। তিনি ডাসারের মরহুম সৈয়দ নূরউদ্দিনের ছেলে।নির্বাচনে প্রতিদ্বন্দিতার বিষয়টি নিশ্চিত করে সৈয়দ বেলায়েত হোসেন জানান, স্থানীয় জনপ্রতিনিধিগণের দাবীর প্রেক্ষিতে জেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবো। সম্মানিত স্থানীয় জনপ্রতিনিধগণের ব্যাপক সাড়া পাচ্ছি। আশা করি তাদের মূল্যবান সমর্থন ও দোয়া বিফলে যাবে না ইনশাআল্লাহ।
উল্লেখ্য, বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার, মনোনয়নপত্র বাছাই তারিখ ১৮ সেপ্টেম্বর রবিবার, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিলের তারিখ ১৯ ও ২১ সেপ্টেম্বর সোমবার ও বুধবার, আপিল নিষ্পত্তি ২২ ও ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার ও শনিবার, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ২৫ সেপ্টেম্বর রবিবার, প্রতিক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর সোমবার ছিলো, ভোট গ্রহন ১৭ অক্টোবর সোমবার অনুষ্ঠিত হবে।