বৃহস্পতিবার, ২৯ জুন ২০২৩, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
জাতীয় সাংবাদিক সংস্থার মাদারীপুর জেলা কমিটি গঠন শশীভুশনে পৈত্রিক সম্পত্তি জোর করে দখলের পায়তার শিরোনামের প্রতিবাদ ও ব্যাখ্যা।। মাদারীপুরে তিতু মুন্সির সন্ত্রাসী বাহিনী নিয়ে সাংবাদিকের উপর হামলা!থানায় অভিযোগ  মাদারীপুরে চারতলা নতুন ভবনের এক তলা শুভ উদ্বোধন ভূমি অফিস কতৃক আয়োজিত ভূমিসেবা সপ্তাহের শুভ উদ্বোধন। সভাপতি শামীম, সম্পাদক রনি বিক্রমপুর টঙ্গীবাড়ী প্রেসক্লাবের কমিটি গঠন মহেশখালীতে শানে সাহাবা খতীব কাউন্সিলের আহবায়ক কমিটি গঠন; রাহমত উল্লাহ আহবায়ক, আজিজুর রহমান সদস্য সচিব নুরুল করিম নির্বাচন সামনে রেখে নাশকতার চেষ্টা করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’–শাজাহান খান গলাচিপায় পুকুরে চাষকৃত মাছ ধরার অভিযোগ দৈনিক ভোরের অঙ্গীকার অনলাইন নিউজ পোটাল উদ্বোধন

মাদারীপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত

দুর্জয় আব্বাস।।  মাদারীপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার রাতে মাদারীপুর সার্কিট হাউসে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক নৌ পরিবহন মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি। এ সময় নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ ও প্রেসক্লাবের সদস্যদের পরিচয়পত্র পড়িয়ে দেন প্রধান অতিথি। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর গোলাম ফারুক, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আশরাফ আলী খান, মাদারীপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও বাহাদুর পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাখাওয়াত হোসেন সেলিম,সাধারণ সম্পাদক এজাজুর রহমান আকন, শাকিলুর রহমান সোহাগ তালুকদার,শিবচর প্রেসক্লাবের সভাপতি কে এম নাসিরুল হক,কালকিনি প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান দুলাল ,সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম হাকিম,সাবেক সভাপতি রফিকুল ইসলাম মিন্টু, রাজৈর প্রেসক্লাবের সভাপতি আব্দুল মতিন খন্দকার, সাধারণ সম্পাদক মোনসেফ ফরাজী সজিব, মফস্বল সাংবাদিক ফোরাম শিবচর শাখার সাধারণ সম্পাদক বিএম হায়দার আলী সহ বিভিন্ন উপজেলার ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
গত ১৬ জুলাই রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। মাদারীপুর জেলা প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হন দৈনিক ইত্তেফাক পত্রিকার জেলা প্রতিনিধি মো.শাহজাহান খান, সাধারণ সম্পাদক নির্বাচিত হন ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি মনির হোসেন বিলাস এছাড়া নির্বাচনে সহ-সভাপতি পদে জহিরুল ইসলাম খান (এটিএন নিউজ) ও আয়শা সিদ্দিকা আকাশী (মর্নিং গ্লোরি ও সুবর্ণগ্রাম) নির্বাচিত হয়েছেন। এছাড়াও যুগ্ম সাধারন সম্পাদক পদে ফরিদ উদ্দিন মুপ্তি (বাংলাভিশন টিভি ও দৈনিক সমকাল ),মেহেদী হাসান সোহাগ ( বাংলা টিভি) মাসুদুর রহমান (মাই টিভি), কোষাধ্যক্ষ আবদুল্লাহ আল মামুন (প্রতিদিনের সংবাদ), সাংগঠনিক সম্পাদক অজয় কুন্ডু (প্রথম আলো), দপ্তর সম্পাদক আরিফুর রহমান মোল্লা (মোহনা টেলিভিশন), সাহিত্য-সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আরিফুর রহমান (আজকালের খবর), নারী বিষয়ক সম্পাদক সাবরিন জেরিন (বিজনেস বাংলাদেশ) এবং কার্যকরী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সঞ্জয় কর্মকার অভিজিৎ(সময় টেলিভিশন)।

মাদারীপুর প্রেসক্লাবের সদস্যদের মধ্যে তিনজন সদস্যের সমন্বয়ে গঠিত কমিশন নির্বাচন পরিচালনা করেন। এতে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন অ্যাডভোকেট বোরহানুস সুলতান (ডেইলি নিউনেশন)। এছাড়া, নির্বাচন কমিশনার ছিলেন গোলাম আজম ইরাদ (দৈনিক বাঙ্গালী সময়) এবং আঞ্জুমান জুলিয়া (মাছরাঙা টেলিভিশন)।



ফেসবুক
ব্রেকিং নিউজ