বৃহস্পতিবার, ২৯ জুন ২০২৩, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
জাতীয় সাংবাদিক সংস্থার মাদারীপুর জেলা কমিটি গঠন শশীভুশনে পৈত্রিক সম্পত্তি জোর করে দখলের পায়তার শিরোনামের প্রতিবাদ ও ব্যাখ্যা।। মাদারীপুরে তিতু মুন্সির সন্ত্রাসী বাহিনী নিয়ে সাংবাদিকের উপর হামলা!থানায় অভিযোগ  মাদারীপুরে চারতলা নতুন ভবনের এক তলা শুভ উদ্বোধন ভূমি অফিস কতৃক আয়োজিত ভূমিসেবা সপ্তাহের শুভ উদ্বোধন। সভাপতি শামীম, সম্পাদক রনি বিক্রমপুর টঙ্গীবাড়ী প্রেসক্লাবের কমিটি গঠন মহেশখালীতে শানে সাহাবা খতীব কাউন্সিলের আহবায়ক কমিটি গঠন; রাহমত উল্লাহ আহবায়ক, আজিজুর রহমান সদস্য সচিব নুরুল করিম নির্বাচন সামনে রেখে নাশকতার চেষ্টা করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’–শাজাহান খান গলাচিপায় পুকুরে চাষকৃত মাছ ধরার অভিযোগ দৈনিক ভোরের অঙ্গীকার অনলাইন নিউজ পোটাল উদ্বোধন

মানিকগঞ্জে শিশুকে ধর্ষণের চেষ্টা

মানিকগঞ্জে ৮ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আওলাদ হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

গত বুধবার সকাল ১০টার দিকে সদর উপজেলার দিঘী ইউনিয়নের ভাটবাউর কাঁচামালের আড়ৎ এর জাকির হোসেনের দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়।

মানিকগঞ্জ র‌্যাব-৪ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, ভুক্তভোগী শিশুটি ভাটবাউর এলাকায় তার নানীর কাছে থেকে লেখাপড়া করে। সেই সূত্রে আসামি আওলাদ হোসেন শিশুটির প্রতিবেশী। আওলাদ হোসেন সদর উপজেলার ভাটবাউর কাঁচামালের আড়ৎ এর মো. জাকির হোসেনের দোকানে ম্যানেজার হিসাবে কাজ করে।

বুধবার সকাল ৮টার দিকে ভুক্তভোগী ওই শিশু কাঁচাবাজার আড়ৎ এর মধ্যে মুদি দোকানে খাবার কিনতে যায়। তখন আসামি আওলাদ হোসেন ভুক্তভোগীকে একা পেয়ে তাকে খাবার কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে দোকানের মধ্যে টং এর উপরে নিয়ে যায়।

অতঃপর ভিকটিমকে প্রাণে মেরে ফেলার ভয় দেখিয়ে বলে, ‘আমি এখন যা করব তুই চুপ থাকবি, চিৎকার করলে তোকে মেরে ফেলবো।’

ধর্ষক আওলাদ হোসেন ধর্ষণ চেষ্টা করলে ভুক্তভোগী চিৎকার দেওয়ার করে এবং হাত-পা ছুটাছুটি করলে পাশের আড়ৎ এ থাকা মো. তুহিন দেওয়ান নামে এক ব্যক্তি ঘটনাটি টের পেয়ে ধর্ষক আওলাদকে ধরে ফেলে।

এরপর ঘটনাটি আড়তের সভাপতি, সেক্রেটারি ও গণ্যমান্য ব্যক্তিদের জানালে তারা র‌্যাব-৪ মানিকগঞ্জ অফিসে জানায়। পরে ঘটনাস্থল থেকে আসামি আওলাদ হোসেনকে গ্রেফতার করে ও ভিকটিমকে হেফাজতে নেয় র‌্যাব-৪।

মানিকগঞ্জের র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। ভবিষ্যতেও অপরাধীদের বিরুদ্ধে র‌্যাব-৪ এর অভিযান অব্যাহত থাকবে।



ফেসবুক
ব্রেকিং নিউজ