মুন্সীগঞ্জর জেলা প্রতিনিধি মুন্সীগঞ্জে পুলিশের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জেলা আওয়ামী লীগ। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় শহরের কাচারি চত্বরে বিএনপির নৈরাজ্য ও পুলিশের উপর বর্বরোচিত হামলার অভিযোগ করে এই প্রতিবাদ কর্মসূচি পালন করে জেলা আওয়ামী লীগ। এতে বিএনপি-জামায়াতের সন্ত্রাসী ও ধ্বংসাত্ত্বক কর্মাকান্ডের তীব্র সমালোচনা করে ও পুলিশের উপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মহিউদ্দিন। এছাড়া আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান মোঃ আনিছুজ্জামান আনিছ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আফসার উদ্দিন ভূইয়া, মুন্সীগঞ্জ পৌর মেয়র হাজী ফয়সাল বিপ্লব, জেলা আইনজীবী পরিষদের সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শাহীন মোহাম্মদ আমানউল্লাহ। এছাড়াও জেলার বিভিন্ন উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ ও এর বিভিন্ন অংগসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে কাচারি চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূণ্য সড়ক প্রদক্ষিন করে পুনরায় কাচারি চত্বরে এসে শেষ হয়।