মেহেন্দিগঞ্জর টলার ডুবি


admin প্রকাশের সময় : জুলাই ৪, ২০২২, ১:৫৩ অপরাহ্ন /
মেহেন্দিগঞ্জর টলার ডুবি

 মেহেন্দিগঞ্জের শাজাহান মাঝির টলার ডুবেছে। ঢাকা থেকে পাতারহাট ব্যাবসায়ীদের মালামাল নিয়ে আসার সময় মুন্সিগঞ্জের কাঠপট্টি নদীতে টলারটি ডুবে যায়। জানা যায়, জামাল-৪ লঞ্চে ভোর ছয়টার সময় টলারে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় টলারে থাকা একজন নিখোঁজ হয়।

বিজ্ঞাপন

ব্রেকিং নিউজ