শুক্রবার, ৩০ জুন ২০২৩, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম:
জাতীয় সাংবাদিক সংস্থার মাদারীপুর জেলা কমিটি গঠন শশীভুশনে পৈত্রিক সম্পত্তি জোর করে দখলের পায়তার শিরোনামের প্রতিবাদ ও ব্যাখ্যা।। মাদারীপুরে তিতু মুন্সির সন্ত্রাসী বাহিনী নিয়ে সাংবাদিকের উপর হামলা!থানায় অভিযোগ  মাদারীপুরে চারতলা নতুন ভবনের এক তলা শুভ উদ্বোধন ভূমি অফিস কতৃক আয়োজিত ভূমিসেবা সপ্তাহের শুভ উদ্বোধন। সভাপতি শামীম, সম্পাদক রনি বিক্রমপুর টঙ্গীবাড়ী প্রেসক্লাবের কমিটি গঠন মহেশখালীতে শানে সাহাবা খতীব কাউন্সিলের আহবায়ক কমিটি গঠন; রাহমত উল্লাহ আহবায়ক, আজিজুর রহমান সদস্য সচিব নুরুল করিম নির্বাচন সামনে রেখে নাশকতার চেষ্টা করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’–শাজাহান খান গলাচিপায় পুকুরে চাষকৃত মাছ ধরার অভিযোগ দৈনিক ভোরের অঙ্গীকার অনলাইন নিউজ পোটাল উদ্বোধন

রাঙ্গাবালীতে এইচ বি বি সড়কের ইউড্রেন নির্মাণের ২০ দিনেই ধস !

মু. জিল্লুর রহমান জুয়েল, পটুুয়াখালী।রাঙ্গবালীর মৌডুবী ইউনিয়নের ভূইয়া কান্দা গ্রামের জাকির পাটোয়ারী থেকে মালেক ডালী বাড়ি পর্যন্ত (এইচ বি বি) সড়কের ইউড্রেন নির্মাণের ২০ দিনেই ধসে পরেছে । নিম্নমানের কাজ হওয়ায় ভেঙ্গে পড়েছে বলে দাবি এলাকাবাসীর।

স্থানীয় সুত্রে জানা যায়, এইচ বি বি রাস্তার সাথের দুইটি ইউড্রেনের কাজ করেন ঠিকাদার প্রতিষ্ঠান। নি¤œমানের সামগ্রী ব্যবহার করে কাজ শেষ করেন ১৪ জুন ইউড্রেনটি প্রথমে উপরের অংশের ঢালাই ভেঙ্গে পরে যায় ৪ জুলাই। সিমেন্ট, খোয়া এবং বালুর পরিমান কম দেয়ার কারনে ভেঙ্গে যায় মালেক ঢালীর বাড়ির সামনের ইউড্রেনটি।

অফিস সুত্রে জানা যায়, গ্রামীন মাটির রাস্তাসহ টেকসইকরণের লক্ষ্যে হেরিংবোন বন্ড (এইচবিবি) আওয়াতায় ২০২১-২২ অর্থবছরে মৌডুবী ইউনিয়নের চর বগলা মালেক ঢালীর বাড়ির পূর্ব পাশের্^ বেড়ীবাধ হইতে উত্তরে জাকির পাটোয়ারীর বাড়ি পর্যন্ত ১ কিলোমিটার ইটের রাস্তার কাজের জন্য রুবেল এর্ন্টারপ্রাইজ একটি ঠিকাদার প্রতিষ্ঠানকে কার্যদেশ প্রধান করা হয়।

২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি রাস্তাটির র্নিমাণ কাজ শুরু করে প্রতিষ্ঠানটি। গত ১ এপ্রিল কাজটি শেষ করার কথা থাকলেও এখন পর্যন্ত শেষ হয়নি।স্থানীয়রা জানান, যখন এই কালবার্ডারে কাজ করে তখন আমরা তাদের কে বলছি তোমরা যে পরিমান বালু সিমেন্ট দিয়ে কাজ করতেছো এভাবে কাজ হয় না। তারা আমাদের কথা শোনে নাই তারা তাদের মতো করে কাজ করছে। ভূইয়া কান্দা এলাকার শফিক ভূইয়া বলেন, ঢালাইতে সিমেন্ট কম দেয়ার কারনে কালবার্ডের উপরের অংশ ভেঙ্গে পরে যায়। নিচের অংশের রড টান দিলে বের হয়ে আসে। এতো নিম্নমানের কাজ আমি কখনো দেখিনি। আমাদের একটাই দাবি এই কালবার্ডটি ভেঙ্গে নতুন করে দেয়া হউক।

এবিষয় জানতে চাইলে রুবেল এর্ন্টারপ্রাইজ এর পরিচালক নুরুজ্জামান বলেন, ওই কালবার্ডটা এলাকার স্থানীয় মেস্তুরিরা করছে। একাজটা যদি না করি তাহলে আমাদের বিলতো আর বন্দ থাকবে না। এ কালবার্ডের কাজ আর হবে না।
এবিষয়ে জানতে চাইলে মৌডুবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান (রাসেল) বলেন, আমি বিষয়টি জানার পরে পিআইও অফিসে কথা বলছি। তারা আমাকে বলছে এটা ভেঙ্গে নতুন ভাবে করে দিবে।

 

এবিষয়ে উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ন কবির বলেন, সম্পূর্ন ভেঙ্গে নতুন করে দিবে ঠিকাদার আমার অফিসের উপস্থিতিতে ঢালাই হবে। অনিয়ম ও দূর্নীতির বিষয়ে পটুয়াখালী জেলা ত্রান ও পুর্নবাসন কর্মকর্তা সুমন চন্দ্র দেবনাথ বলেন খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

##



ফেসবুক
ব্রেকিং নিউজ