স্টাফ রিপোর্টারঃ
রাজবাড়ীর গোয়ালন্দে ৮ বছর বয়সী এক শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গোয়ালন্দ ঘাট থানায় ঐ শিশুর মা বাদী হয়ে বৃহস্পতিবার (৩ আগষ্ট) রাত ১২টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
পুলিশ অভিযুক্ত আসামি মো. মজিবর শেখকে (৩৫) গ্রেপ্তার করেছে। তিনি উপজেলার পূর্ব উজানচর গফুর মাতব্বর পাড়ার মো. হাকি শেখের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, নির্যাতনের শিকার শিশুটির মা স্বামী পরিত্যাক্ত। দারিদ্রতার কারনে স্থানীয় একটি মুরগির ফার্মে সকাল ৬ টা হতে সন্ধ্যা ৬ টা পর্যন্ত কাজ করেন। তার দুই মেয়ে। বড় মেয়েকে বিয়ে দিয়েছেন। ছোট মেয়েকে বাড়ীতে একা রেখে তিনি প্রতিদিন ফার্মে কাজে যান। আসামি তার প্রতিবেশী ও গ্রাম সম্পর্কে চাচা হন।
বুধবার (০২ আগষ্ট) সন্ধ্যা পৌনে ৭ টার দিকে সে চুপি চুপি বাদীর ঘরের মধ্যে ঢুকে তার মেয়ের প্যান্ট খুলে এবং জোর পূর্বক চৌকির উপরে শোয়াইয়া ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা করে।
এ সময় শিশুটি ভয়ে চিৎকার করে। ইতিমধ্যে বাদী ফার্ম থেকে বাড়ীতে প্রবেশের সময় মেয়ের ডাক চিৎকার শুনে দ্রুত ঘরের দিকে যাওয়ার সময় আসামি ঘর থেকে বের হয়ে দৌড়াইয়া পালাইয়া যায়। বাদী ঘরের মধ্যে গিয়ে তার মেয়েকে উলঙ্গ অবস্থায় দেখে মেয়ের কাছে ঘটনার বিস্তারিত শুনে এবং পার্শ্ববর্তী লোকজনদের ডেকে ঘটনা বলে।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, শিশুর মা বাদি হয়ে থানায় মামলা দায়ের করলে অভিযুক্ত মো. মজিবর শেখ’কে ঐ রাতেই অভিযান চালিয়ে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা থেকে রাত সাড়ে ৩টার দিকে গ্রেপ্তার করা হয়েছে। এবং বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে রাজবাড়ীর কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, যেহেতু ধর্ষণ সংঘটিত হয়নি সেহেতু ভিকটিমের মেডিকেল পরিক্ষা করারও প্রয়োজন হয়নি।