রাজশাহী অঞ্চলের ওপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। দিন রাতের গড় তাপমাত্রার ব্যবধান কমে যাওয়ায় কনকনে ঠাণ্ডায় কাঁপছে রাজশাহী। প্রচণ্ড শীত অনুভূত হচ্ছে দিনের বেশিরভাগ সময়। শীতের প্রকোপ বাড়ায় শ্রমজীবী মানুষের দুর্ভোগ বেড়েছে।
শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শুক্রবার রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন ৯ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। উত্তরের হিমেল হাওয়া শীতের তীব্রতাকে বাড়িয়ে তুলেছে। রাজশাহীর জনজীবনে পড়েছে শৈত্যপ্রবাহের প্রভাব। চাদরমুড়ি দিয়ে লোকজনকে বাইরে বেরুতে দেখা গেছে।
এদিকে রাজশাহী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন জানান, উত্তরের হিমেল হাওয়ার কারণে হঠাৎই কমেছে তাপমাত্রা। ফলে কনকনে শীত অনুভূত হচ্ছে। তিনি জানান, বৃহস্পতিবার রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস। একদিনের ব্যবধানে দুই ডিগ্রী কমে শুক্রবার রাজশাহীতে তাপমাত্রা ৯ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াসে নামে। শনিবার রাজশাহীতে সর্বোচ্চ ২৫ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস ও সর্বনিম্ন ১০ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তবে রাতের তাপমাত্রা কিছুটা হ্রাস পাওয়ার সম্ভাবনা আছে। এ সময় শীত বেশি অনুভূত হওয়ার সম্ভাবনা আছে।
রাজশাহী আবহাওয়া অফিস আরও জানিয়েছে, তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয়। তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রী সেলসিয়াসে নামলে সেটাকে মাঝারি শৈত্যপ্রবাহ এবং ৬ ডিগ্রী এবং আরও নিচে নামলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে গণ্য করা হয়। সে অনুযায়ী বর্তমানে রাজশাহীতে শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। থাকতে পারে রোববার রাত পর্যন্ত। রোববারের পর রাজশাহীর তাপমাত্রা কিছুটা বাড়বে।
আবহাওয়া কর্মকর্তা কামাল হোসেন আরও বলেন, এখন ধীরে ধীরে তাপমাত্রা আরও কমবে এবং মাঝে মাঝে বাড়বে। তবে রোববার পর্যন্ত একই রকম থাকতে পারে রাজশাহীর তাপমাত্রা। এই সময়ের মধ্যে রাজশাহী অঞ্চলের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলেও জানান এই কর্মকর্তা। পাশাপাশি সূর্যের আলো ফুটবে একটু দেরিতে।
অন্যদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই স্থানে অবস্থান করছে। এর বর্ধিতাংশটি উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃতি লাভ করেছে। উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
এই সময়ে আকাশ আংশিক মেঘলাসহ রাজশাহীর অঞ্চলের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এই সময়ে শেষ রাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকা এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশায় ঢাকা থাকবে প্রকৃতি। রাতের বেলা সড়ক মহাসড়কে সতর্কভাবে যানবাহন চলাচল করতে পরামর্শ দেওয়া হয়েছে।