শশীভুশনে পৈত্রিক সম্পত্তি জোর করে দখলের পায়তার শিরোনামের প্রতিবাদ ও ব্যাখ্যা।।
গত ৮ ই জুন“আইপি টিভি চ্যানেল ও অনলাইন পোর্টালে এবং বরিশালের দৈনিক বরিশাল প্রতিদিন “ শশীভুশন পৈত্রিক সম্পত্তি জোর করে দখলের পায়তার শিরোনামে আমাদেরকে জড়িয়ে যে সংবাদ প্রচার ও প্রকাশ করা হয়েছে তা সঠিক না, সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন।
উদ্দেশ্য মুলক ভাবে একটি মহল আমার সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুন্ন করার জন্য সাংবাদিকদের নিকট মিথ্যা তথ্য দিয়ে সংবাদটি প্রকাশ করেছেন।
আমি সহজ সরল একজন ব্যাবসায়ী সাংসারিক দায়িত্ব নিয়েই ব্যাস্ত থাকি। সুনামের সাথে সেই দায়িত্ব পালন করে আসছি। আমাদের ওয়ারিশ গন সবাই মিলেমিশে আামার পিতার মৃত্যুর পরে শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে ভাগ বন্টন করেছি। তবে বাজারের যে ভিটার কথা উল্লেখ করা হয়েছে তা হলো,আমরা শশীভূষণ বাজারের বাণিজ্যিক ভিটা দখল সূত্রের মালিক থাকিয়া ডিসিয়ার ভুক্ত হয়ে দীর্ঘ ৩০ থেকে ৩৫ বছর যাবত সুখে শান্তিতে ভোগ করিয়া আসিতেছি।
এই বাজারের তফসিলঃজেলা ভোলা, উপজেলা, চরফ্যাশন মৌজা শশীভুশন, জেল নং, ৯৯ ।সাবেক মিসকেস নং ৯৭এফ/৮৪ -৮৫ ইং সাবেক দাগনং ১৭১।বর্তমান আমরা উত্তর সম্পত্তি ১৫৮ এফ/ ২১-২২,দাগ নং ২৩৭৫/২। ৩১৭এফ ২১-২২,দাগ নং২৩৭৫/৫।৩২১এফ২১/২২,দাগ নং২৩৭৫/৬।১৩এফ,/২১-২২, দাগ নং২৩৭৫/৩।৩১৩এফ/২১-২২,দাগ নং২৩৭৫/১।৩১৬এফ/২১-২২, দাগ নং ২৩৭৫/৪ উক্ত ০৬ টি দাগের বিরোধীয় সম্পত্তি। এ কারণে তাদের আমার প্রতি ক্ষোভ থাকতে পারে। তবে আমাদের বাবা যদি বোনদের নামে কোন ডিসিয়ার সঠিকভাবে প্রণয়ন হলে এই সমস্যা থাকতো না। তারপরও একটি মহল আমাকে সামাজিকভাবে হে প্রতিপন্ন করতে উঠে পড়ে লেগেছে। যে কারনে আমার বোনেরা ও ভাই জামাল সাক্ষাৎকার প্রচার করেছে। তারপরও তিনি একটি মহলের পরামর্শে মিথ্যাচার করেছেন । ওই মহলটি আমার নামে মিথ্যা অপপ্রচার করতে সংবাদকর্মীদের মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করেছেন। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
বিনীতঃ
১/ আবদুল মালেক
২/ মোঃজসিম উদ্দিন
পিতাঃমৃতঃআবদুল মোতালেব,
সাং শশীভুশন ৩ নং ওয়ার্ড থানা শশীভুশন, উপজেলা চরফ্যাশন, জেলা ভোলা।