শীর্তাতদের মাঝে স্টেলাটু ইভেন্ট প্লানার্স
গ্রুপের হেড আফ্রিদা বিনতে মির্জা আপু এবং সাদমান শাকিব শাহ ভাইয়ের কম্বল বিতরণ।
স্টাফ রিপোর্টার।।
ঠাণ্ডা বাতাসের দাপট আর মাঝে মাঝে অসময়ের বৃষ্টি মিলে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্ন আয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়াল
বরাবরের মতো এবারও অসহায় ও দুস্থ মানুষের পাশে শীতবস্ত্র পৌঁছে দিচ্ছে Stellato Event Planners।
এরই অংশ হিসেবে সোমবার (০৯জানুয়ারি) রাতে রাজধানীর বিভিন্ন স্থানে দুই শতাধিক কম্বল বিতরণ করা হয়।
সাদমান সাকিব শাহ্ এবং আফ্রিদা বিনতে মির্জা পক্ষ থেকে সুবিধাবঞ্চিত পথশিশু ও অসহায় দুস্থ মানুষের হাতে কম্বল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন Stellato Event Planners এমডি সাদমান সাকিব শাহ এবং আফ্রিদা বিনতে মির্জা। আরো ছিলেন গ্রুপের সুপার ভাইজার।জেনারেল ম্যানাজার।ডেপুটি ম্যানাজার এবং অনান্য কর্মকর্তারা।
রাজধানীর শান্তিবাগ মালিবাগ শান্তিনগর কাকরাইল অসহায় মানুষরা কম্বল পেয়ে নিজেদের অনুভুতি প্রকাশ করেন এভাবেই,এই শীতে একমাত্র সম্বল আপনাদের কম্বল।
শীতবস্ত্র বিতরণকালে অসহায় মানুষের উদ্দেশে
Stellato Event Planners এমডি সাদমান সাকিব শাহ্ বলেন, আমরা আপনাদের ঘরের সন্তান। এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা এখানে এসেছি, পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে।