সরিষা ক্ষেত থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত লাশের মরদেহ উদ্ধারের ৫ দিন পর তার পরিচয় মিলেছে।
এম মাহবুবুর রহমান নাজমুল ।। ভোলা চরফ্যাসন উপজেলার দক্ষিণ আইচায় থানাধীন সরিষা ক্ষেত থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত লাশের মরদেহ উদ্ধারের ৫ দিন পর তার পরিচয় মিলেছে।
তিনি ভোলা সদর উপজেলা রাজাপুর ইউনিয়নের শ্যামপুর তুলাতলি গ্রামের বাসিন্দা। ওই বৃদ্ধের নাম মোহাম্মদ আলী বয়স (৭০)। তার বড় ছেলে মো. জাকির হাওলাদার পরিচয় নিশ্চিত করেন জানাযায় , গত ২৪ জানুয়ারি বিকেল ৩ টার সময় দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নের উত্তর চরমানিকা গ্রামের একটি সরিষা ক্ষেত থেকে আনুমানিক ৭৫ বছর বয়সের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করে দক্ষিণ আইচা থানা পুলিশ। পরে লাশের সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্ত শেষে লাশের কোনো পরিচয় না পাওয়ায় ২৫ জানুয়ারি লাশটি আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হলে ভোলা শহরের আলীয়া মাদরাসা কবরস্থানে বেওয়ারিশ হিসেবে লাশটি দাফন করে। এদিকে ওই বৃদ্ধের মরদেহ সামাজিক যোগাযোগ ফেসবুক মাধ্যমে দেখতে পেয়ে তার ছেলে জাকির সহ পরিবারের সদস্যরা চিনতে পেরে নিশ্চিত হন।বৃদ্ধার ছেলে মো. জাকির হাওলাদার জানান, গত ২২ জানুয়ারি সকাল ১০টার দিকে বাড়ি থেকে ভোলার উদ্দেশে বের হন আমার পিতা মোহাম্মদ আলী (৭০)। এরপর থেকে কয়েকদিন তিনি নিখোঁজ ছিলেন। পরে ২৭ জানুয়ারি আমরা সামাজিক যোগাযোগ ফেসবুক মাধ্যমে আমার পিতার সরিষা খেত থেকে উদ্ধারের মরদেহ’র ছবি দেখে নিশ্চিত হই। এরপর শনিবার (২৮ জানুয়ারি) আমি ও আমার আত্মীয়স্বজন দক্ষিণ আইচা থানা এলাকায় এসে সরিষা খেত সহ ঘটনাস্থল ঘুরে দেখি।তিনি আরো জানান, আমার পিতার মৃত্যুর ঘটনায় আমাদের পরিবারের পক্ষ থেকে দক্ষিণ আইচা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।দক্ষিণ আইচা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাখাওয়াত হোসেন জানান, লাশের ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। রিপোর্টের উপর ভিত্তি করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।