আরিফুর রহমান,মাদারীপুর:
সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকার বরাবর ই ব্যার্থ হয়েছে।আমরা মনে করি এ সরকারের দ্বারা আদৌও মহান মুক্তিযুদ্ধের মৌলিক স্লোগান বাস্তবায়ন করা সম্ভব না। আর ইসলাম পরিপূর্ণ জীবনব্যাবস্থা। তাই ইসলামী আন্দোলন বাংলাদেশ কে বিজয় করার মাধ্যমেই মানবতার কাঙ্ক্ষিত মুক্তি সম্ভব।
আজ ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার বর্ণাঢ্য রেলিতে সভাপতির বক্তব্যে এসব মন্তব্য করেন মাদারীপুরের মাটি ও গণমানুষের নেতা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও মাদারীপুর জেলা সভাপতি অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন।
তিনি আরও বলেন এখনো অনেক মুক্তিযোদ্ধা আছে যারা দেশের জন্য প্রাণপণে যুদ্ধ করেছেন কিন্তু প্রাপ্ত সম্মানী পাচ্ছে না। তাদেরকে খুজে প্রাপ্ত সম্মানী দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। এসময় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সকল সংগঠন সমুহের জেলা ও থানা শাখার নেতৃবৃন্দ।