অনলাইন ডেস্কঃ
নারায়ণগঞ্জে স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় সজীব হাসান (২৯) নামে একজন পুলিশ কনস্টেবলের (সাময়িক বরখাস্ত) জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (২১ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাউসার আলম এই আদেশ দেন।
মামলা সূত্রে জানা গেছে, ২ বছর আগে পারিবারিকভাবে ৫ লাখ টাকা দেনমোহরে সজীবের সঙ্গে সামান্তার বিয়ে হয়। ২০২১ সালে বন্দর থানায় কর্মরত থাকাকালে ৫ লাখ টাকা যৌতুক দাবি করেন সজীব।
তা না পেয়ে সামান্তাকে মারধর করতেন। এ ঘটনায় ওই বছরের ২৯ ডিসেম্বর সামান্তা বন্দর থানায় একটি যৌতুক মামলা করেন।
নারায়ণগঞ্জ কোর্ট পরিদর্শক আসাদুজ্জামান জানান, স্ত্রীর যৌতুক মামলায় সজীব নামে সাময়িক বরখাস্ত পুলিশ সদস্য আদালতে হাজির হলে বিচারক জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছেন।
আপনার মতামত লিখুন :