মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চিম শানবান্দা গ্রামে অভিযান চালিয়ে ৬০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আটকের বিষয়টি নিশ্চিত করেছে জেলা পুলিশ।
আটকরা হলেন- উপজেলার শানবান্দা গ্রামের মৃত জমির উদ্দিনের ছেলে সুজন আহম্মেদ (৩২) ও একই গ্রামের আলমগীরের ছেলে আকাশ (২৪)।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, গোপন সংবাদেরভিত্তিতে মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চিম শানবান্দা গ্রামের জমির উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে ৬০ গ্রাম হেরোইনসহ দুজনকে আটক করা হয়। উদ্ধার হেরোইনের আনুমানিক বাজার মূল্য ৬ লাখ টাকা।
আটকদের বিরুদ্ধে আদালতে একাধিক মাদক মামলা বিচারাধীন আছে। এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় মাদক আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।